সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি?

  • আজকাল অনালাইন জগতে “সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন” কথাটি বেশ শোনা যাচ্ছে। আসলেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? মূলত কোন সাইটকে বিভিন্ন ভাবে অপটিমাইজ করে সার্চ রেঙ্কে উপরের দিকে নিয়ে আনার পদ্ধতিকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়ে থাকে। ধরুন আপনার একটি টেক ব্লগ আছে, এখন আপনার কাজ হবে “টেক ব্লগ” দিয়ে সার্চ করলে যেন আপনার সাইটটি সবার উপরে দেখা যায়। মূলত এটিই এসইও’র বেসিক কথা।

  • ফ্রীলাঞ্চ মার্কেটপ্লেস গুলোটে বর্তমানে বেশি নামা কাজ সমূহের মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অন্যতম। তাই যদি আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ জেনে থাকেন তাহলে মার্কেটপ্লেস গুলো থেকে আয় করা আপনার জন্য তেমন কঠিন কোন বিষয় নয়। তাছাড়া আয় করা ছাড়াও আপনার সাইটের ভিজিটর বাড়িয়ে নিতে পারবেন যদি আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ জেনে থাকেন।
  • আর আপনার সাইটের যদি ভিজিটর থাকে তাহলে বিজ্ঞাপন দিয়েও আয় করার সুযোগ থাকছে আপনার হাতে। তাই এখনই উপযুক্ত সময় নিজেকে একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট হিসেবে আত্মপ্রকাশ করার। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে বিস্তারিত বিভিন্ন পোস্ট করা হচ্ছে আমাদের ব্লগে।



Post a Comment